‘দেশ সবার আগে’; বিপিএল থেকে বাদ পড়ার খবর নিয়ে মুখ খুললেন রিধিমা পাঠক
মুস্তাফিজ ইস্যুতে নিরাপত্তা শঙ্কা; ভারতে খেলতে নারাজ বিসিবি!
বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের টানাপড়েনের প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠেছে ক্রিকেট মাঠেও। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে বাদ দেওয়া হয়েছে— এমন খবরে ক্রীড়াঙ্গনে তোলপাড় শুরু হলেও, এর নেপথ্যে ভিন্ন দাবি করেছেন রিধিমা নিজেই।
ঢাকা পর্বে উপস্থাপনা করার কথা থাকলেও শেষ পর্যন্ত বিপিএলে যোগ দেননি রিধিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, তাকে বাদ দেওয়া হয়নি বরং তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন। রিধিমা লেখেন, “আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে বলে যে খবর ছড়ানো হচ্ছে তা সত্য নয়। আমি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে দেশ সবার আগে, সবসময়।”
মুস্তাফিজ ইস্যু ও বিসিবির কঠোর অবস্থান:
এদিকে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি জরুরি বৈঠক শেষে আইসিসিকে কড়া বার্তা দিয়েছে। বিসিবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে খেলতে তারা নিরাপত্তা শঙ্কা বোধ করছে। ফলে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।
উত্তেজনার কেন্দ্রে বিপিএল: বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম দাবি করেছিল, কূটনৈতিক উত্তেজনার জেরেই বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয়দের সরিয়ে দেওয়া হচ্ছে। রিধিমার ঢাকা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তার অনুপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছিল। তবে রিধিমা তার বিবৃতিতে ক্রিকেটীয় সততা ও দেশপ্রেমের কথা উল্লেখ করে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন।
ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, আইপিএল ও বিপিএল ঘিরে দুই দেশের ক্রিকেট বোর্ডের এই বিপরীতমুখী অবস্থান দক্ষিণ এশিয়ার ক্রিকেটে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। বিসিবির এই নতুন প্রস্তাবের পর আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব।