শেষ ওভারের নাটকীয়তায় মিরপুরে সুপার ওভারে গড়াল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
রিশাদ হোসেনের রেকর্ড গড়া ইনিংসের পর হোপের লড়াকু ফিফটি; ওয়ানডের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ক্যারিবীয় স্পিনাররা
শেষ ওভারের নাটকীয়তায় টাই ম্যাচ, মিরপুরে সুপার ওভারে গড়াল সিরিজ
মিরপুরে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার রুদ্ধশ্বাস ওয়ানডে ম্যাচটি শেষ ওভারের চরম নাটকীয়তায় টাই হয়েছে, যার ফলে প্রথমবারের মতো টাই ম্যাচের সাক্ষী হলো বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে দুই দলের স্কোর সমান হওয়ায় ম্যাচটি গড়াল সুপার ওভারে।
রুদ্ধশ্বাস শেষ ওভারের টানটান উত্তেজনা
শেষ ৬ বলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য ৫ রান প্রয়োজন ছিল। সাইফ হাসান বোলিংয়ে এসে আকিল হোসেনকে প্রথম দুই বল ডট দেন। শেষ বলে ৩ রান দরকার—এমন পরিস্থিতিতে খারি পিয়েরে ক্যাচ তুলে দিলেও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান তা লুফে নিতে পারেননি। বিপরীতে, ডাবল নিয়ে হোপ এবং পিয়েরে ম্যাচকে সমতায় ফেরান। এর আগে শাই হোপের অপরাজিত ৫৩* রানের লড়াকু ফিফটি ক্যারিবীয়দের প্রায় জয় এনে দিয়েছিল।
রিশাদ হোসেনের রেকর্ড গড়া ঝড়ো ইনিংস
বাংলাদেশের ইনিংসে শেষদিকে রিশাদ হোসেনের ২৭৮.৫৭ স্ট্রাইক রেটের ৩৯ রানের ইনিংস গুরুত্বপূর্ণ ছিল, যার ওপর ভর করে দল ২১০+ স্কোর (২১৩) করতে সক্ষম হয়। কমপক্ষে ১০ বল খেলা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এটি সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড। এছাড়া সৌম্য সরকার ৪৫ ও মিরাজ ৩২ রানে অবদান রাখেন।
ওয়ানডের ইতিহাসে ক্যারিবীয়দের বিরল রেকর্ড
এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দল ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো তাদের স্পিনারদের দিয়ে পুরো ৫০ ওভার বোলিং করিয়েছে। এটি ছিল ওয়ানডে ক্রিকেটে একটি বিরল কীর্তি, যার আগের রেকর্ড ছিল শ্রীলঙ্কার, ৪৪ ওভার।