মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হার
এশিয়া কাপের প্রথম ম্যাচে লঙ্কানদের সহজ জয়, বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মাত্র ১৪০ রানের লক্ষ্য দিয়েও বোলাররা সেই রান রক্ষা করতে পারেননি। ব্যাটিংয়ে জাকের আলী ও শামীম হোসেনের রেকর্ড জুটি দলকে সম্মানজনক স্কোর এনে দিলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
ম্যাচ হারার কারণ
বোলিংয়ের শুরুতেই শেখ মেহেদীর একটি সহজ ক্যাচ মিসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ইনিংসের পঞ্চম ওভারে শ্রীলঙ্কার ব্যাটার কামিল মিশারার ক্যাচ হাতছাড়া করেন মেহেদী। জীবন পেয়ে মিশারা হাত খুলে খেলেন এবং পরবর্তীতে পাথুম নিশাঙ্কার সঙ্গে ৯৫ রানের বড় জুটি গড়েন। এই জুটিই মূলত শ্রীলঙ্কার সহজ জয়ের পথ তৈরি করে দেয়।
নিশাঙ্কা ৫০ রান করে আউট হলেও ততক্ষণে শ্রীলঙ্কার জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ৩২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় তারা।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম দুই ওভারেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন কোনো রান না করেই ফিরে যান। একটা সময় ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে দল ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল।
এই পরিস্থিতিতে হাল ধরেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। ষষ্ঠ উইকেটে তারা রেকর্ড অপরাজিত ৮৬ রানের জুটি গড়ে দলের সংগ্রহকে ১৩৯ রানে নিয়ে যান। শামীম ৪২ রানে এবং জাকের ৪১ রানে অপরাজিত থাকেন। টি-টোয়েন্টিতে এটি ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। তবে দলের পরাজয়ের কারণে তাদের এই অসাধারণ প্রচেষ্টা কাজে আসেনি। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।