টাইমড আউট ইস্যুতে বাংলাদেশের পক্ষে কথা বলেননি অ্যালান ডোনাল্ড। তা নিয়ে ক্রিকেট বোর্ডের অসন্তোষের কথা জানা গেছে। তবে বিসিবি কর্তাদের প্রতিক্রিয়ায় বাংলাদেশের বোলিং কোচ নিজেই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানিয়েছেন বিশ্বকাপ শেষেই দেশে ফিরে যাচেছন তিনি।
আজ ভয়েস বার্তায় ডোনাল্ড সেটি জানিয়েছেনও, ‘এখানে আমাকে এমন কিছু নিয়ে কটাক্ষ করা হয়েছে যা নিয়ে আমি বেশ লজ্জিত ছিলাম যা খেলার ইনটিগ্রিটিকে ক্ষতিগ্রস্ত করে। টিম মিটিংয়ে বেশ কয়েকজন ছিল যারা কি না বলেছে আমি শেষ হয়ে গেছি। হয়ত এটা বিশ্বকাপের পর হওয়ার কথা ছিল। কেউ একজন বলেছে আমার শেষ করা দরকার, আমি জানি সেটা কে।
আচ্ছা ঠিকাছে কোনো সমস্যা নেই। আমি বাড়ি চলে যাচ্ছি আমার পরিবারের কাছে।’
তবে বাংলাদেশের পেস বোলারদের সঙ্গে কাজ করাটাকে সুন্দর স্মৃতি হিসেবেই মনে রাখবেন তিনি, ‘এখানে বেশ ভালো একটি সময় আমি কাটিয়েছি। পেস বোলিং কোচ হিসেবে এই গ্রুপটির সাথে দারুণ একটি যাত্রা ছিল আমার। তারা যা অর্জন করেছে তা নিয়ে আমি বেশ গর্বিত।
আমি তাদের অনেক মিস করব।’