বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপের মধ্যে দেশে ফেরায় সমালোচনা করেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড।
আজ কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফোর ম্যাচ প্রিভিউ অনুষ্ঠানে এই কিউই পেসার সমালোচনা করে বলেন, ‘এটা ভালো কিছু নয়। মাঠের বাইরে নেতৃত্বের কথা যদি বলি, এটা খুব ভালো উদাহরণ নয়।
দল এখনো অনুশীলন করছে, অনেক ধরনের কথা হচ্ছে—কিভাবে টুর্নামেন্টে টিকে থাকা যায়, এমন সময় দল ছেড়ে দেশে যাওয়ার কোনো মানে হয় না।’
বিশ্বকাপে একেবারেই ভালো অবস্থানে নেই বাংলাদেশ। ৫ ম্যাচে ৪ হার, মোটে ১ জয়। সেমিফাইনালের আশা একপ্রকার শেষই বলা যায়।
যেখানে গোটা দল খারাপ করছে, সেখানে দেশে ফিরে অনুশীলন যদি করতেই হবে, তবে সাকিব একা কেন? যে কোচের কাছে অনুশীলনের জন্য ফিরেছিলেন সাকিব, তাকে কেন দলের সঙ্গে যুক্ত করা হলো না সে প্রশ্ন তুলেছেন বন্ড, ‘আপনি নিশ্চয়ই স্কোয়াডের ১৫ জনকেই এ সময়ে দেশে যেতে দেবেন না। আপনি আপনার কোচকে কেন ক্যাম্পে নিয়ে এলেন না।