ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছেন বাবর আজম। বিশ্বকাপে নিজের পারফরম্যান্সের সঙ্গে দলও ভালো অবস্থায় নেই। টানা দুই জয়ের পর টানা তিন ম্যাচ হেরেছে পাকিস্তান। টানা তিন হারে সেমিফাইনালের পথটা কঠিন হয়েছে বাবরদের।
বাবরদের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে বরাবরের মতো বেশ সোচ্চার সাবেকরা। সমালোচনা থেকে বাবর যেমন ছাড় পাচ্ছেন না। তেমনি বোর্ডকেও শূলে চড়াচ্ছেন তাঁরা। উপায় না পেয়ে এবার সাবেক কয়েকজন ক্রিকেটারের দ্বারস্থ হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ।
পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমের মতে, এই তালিকায় আছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইনজামাম-উল হক, মোহাম্মদ ইউসুফ, আকিব জাভেদ, উমর গুল ও সাকলায়েন মুশতাক। এর মধ্যে ইউসুফ, ইনজামাম ও আকিব পিসিবি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন।
বড় মঞ্চে বাবররা কেন ধারাবাহিকতা দেখাতে পারছেন না, এ নিয়েই মূলত আলোচনা হওয়ার কথা রয়েছে। এ নিয়ে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বলেছেন, ‘এই ক্রিকেটাররা দীর্ঘদিন পাকিস্তানের সেবা করেছেন।
বিশ্বমঞ্চে পাকিস্তানকে সাফল্য এনে দিয়েছেন। কঠিন পরিস্থিতিতে পড়লে কিভাবে সেখান থেকে বের হয়ে আসতে হয়, তা তাঁরা খুব ভালোভাবে জানেন। আশা করছি, এই আলোচনা থেকে কিছু বিষয় উঠে আসবে, যা বাবরদের সাহায্য করবে।’