খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদ হোসেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ।
এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার, অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা সারোয়ার পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট,সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুনুর রশীদ হারুন, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া,কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় দুটি দল অংশগ্রহন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফুটবল দল ও শিমুলবাড়ি ইউনিয়ন ফুটবল দল। ৬০ মিনিটের খেলা শেষে ট্রাইবেকারে ৩/৫ গোলে শিমুলবাড়ি দল জয়লাভ করে।