বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছানোর পর দুঃসংবাদ নেমে এলো নিউজিল্যান্ড দলে। দলটির এক সদস্য করোনা পজিটিভ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মূল দল আসার চারদিন আগে বাংলাদেশে এসেছেন দুই ক্রিকেটার ফিন অ্যালেন এবং কলিন ডি গ্র্যান্ডহোম। তবে ঢাকায় পৌঁছার ৪৮ ঘণ্টা পর করোনা পজিটিভ হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিন অ্যালেন। বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (জেডসি)।
অ্যালেনের পর্যবেক্ষণ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তারা নিয়মিতই যোগাযোগ করছেন নিউজিল্যান্ডের চিকিৎসক দলের সঙ্গে। আপাতত একটা নির্দিষ্ট সময় আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে হবে অ্যালেনকে বলে জানানো হয়েেছে।
এদিকে মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তারা। মূল দল ঢাকায় এসেই তিন দিনের হোটেল কোয়ারেন্টাইনে গেছে। কোয়ারেন্টাইন শেষে অন্য আনুষ্ঠানিকতা শুরু করবে তারা। অন্যদিকে বাংলাদেশ দলও হোটেলবন্দি।
মূল দল পৌঁছানোর আগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ’দ্য হান্ড্রেড’ খেলে ঢাকায় পা রাখেন তারা। ইংল্যান্ডের বিমানে ওঠার ৪৮ ঘণ্টা আগে প্রয়োজনীয় সব রকম টেস্টে নেগেটিভ হয়েছিলেন তিনি।
গত শুক্রবার (২০ আগস্ট) সকালে এই দুই কিউই ক্রিকেটারকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।