আন্তর্জাতিক গণমাধ্যমে গত কিছুদিন ধরে বলা হচ্ছিল, লিওনেল মেসি থাকছেন বার্সেলোনাতে, অন্য কোনো ঠিকানায় পাড়ি জমাচ্ছেন না তিনি। তারপরও ছিল কিছুটা শঙ্কা। আর সেটাই সত্যে পরিণত হলো। বার্সার সঙ্গে নতুন চুক্তি হচ্ছে না আর্জেন্টাইন মহাতারকা মেসির। অর্থাৎ তিনি আর ন্যু ক্যাম্পে থাকছেন না।
বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি। বার্সা ও মেসি সমঝোতায় পৌঁছালেও (স্প্যানিশ লা লিগার নিয়মানুসারে) অর্থনৈতিক ও কাঠামোগত প্রতিবন্ধকতায় দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি হচ্ছে না।
নিজেদের ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড় মেসিকে ধন্যবাদ জানিয়ে কাতালানরা যোগ করেছে, ‘ক্লাবের উন্নতিতে অবদান রাখার জন্য বার্সেলোনা তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং ভবিষ্যতের ব্যক্তিগত ও পেশাগত জীবনে তাকে শুভকামনা জানাচ্ছে।