ব্রাজিল-আর্জেন্টিনা মানে আলাদা উন্মাদনা ফুটবল বিশ্বে। তবে, এই দু্ই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ হলে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মাঝে ভিন্ন উত্তেজনা কাজ করে। এই যেমন ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কথার কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়েছে এলাকাবাসী। ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার এমন সংবাদ শুধু দেশের সীমানার মধ্যেই সিমাবদ্ধ থাকেনি। বিশ্বের অনেক গণমাধ্যম তা ফলাও করে ছেপেছে।
কোপা আমেরিকা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৫ হাজার কিলোমিটার দূরে। কিন্তু, উত্তেজনার রেশ পুরো বাংলাদেশে। তবে, ব্রাহ্মণবাড়িয়াতে যেন একটু বেশিই। ক’দিন আগেও বড় ধরনের সংঘর্ষ হয়েছিলো। আবারও সংঘর্ষে জড়িয়েছে। সংবাদ সংস্থা এএফপি এ ঘটনা ও ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের খবর প্রকাশের পর মূহূর্তে তা ছড়িয়ে পড়ে বিশ্বের অন্য দেশগুলোর সংবাদ মাধ্যমে।ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাই ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ এমরানুল ইসলাম সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্রামে জমায়েত হয়ে খেলা দেখত পারবে না। এছাড়াও বড় পর্দায় খেলা উপভোগ নিষিদ্ধ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আর্জেন্টিনা-ব্রাজিলের সংঘর্ষের খবর রয়টার্স ছাড়াও ফ্রান্স, ইতালি, ব্রাজিল ও আর্জেন্টিনার ইংরেজি সংবাদ ‘বুয়েনস এইরেস টাইমস‘ বেশ গুরুত্বের সাথে ছেপেছে।
রোববার (১১ জুলাই) ভোরে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার আলোচিত ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।