জোহানেসবার্গে সোমবার (৩ ডিসেম্বর) দ্বিতীয় টেস্টে মাঠে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে জিতে ইতিমধ্যেই সিরিজে ১-০ এগিয়ে রয়েছে কোহলির দল। আর দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির সামনে রয়েছে একাধিক নজির গড়ার সুযোগ।
ব্যাট হাতে সাম্প্রতিককালে খুব সময় কাটাচ্ছেন কোহলি। তবে সেখানেও নজির গড়তে পারেন তিনি। জোহানেসবার্গে বিদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান করার সুযোগ রয়েছে কোহলির সামনে।
জোহানেসবার্গে বিদেশি খেলোয়াড়দের তালিকায় সবার উপরে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জন রিড। রিড ২ ম্যাচে ৩১৬ রান করে সবার উপরে রয়েছেন। সমানসংখ্যক টেস্ট ম্যাচ খেলে মাত্র ৬ রান পিছিয়ে আছেন কোহলি। অর্থাৎ ওয়ান্ডারার্সে মাত্র ৭ রান করলেই রিডকে টপকে যাবেন তিনি।
এদিকে ভারতীয় ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ রানের তালিকায় রাহুল দ্রাবিড়কে টপকানোর সুযোগও রয়েছে কোহলির সামনে। রামধনুর দেশে ১১ ম্যাচে ৬২৪ রান করেছিলেন ভারতের বর্তমান হেড কোচ। কোহলি ৬ ম্যাচে এখনও পর্যন্ত ৬১১ রান করেছেন। অর্থাৎ আর মাত্র ১৪ রান করলেই দ্রাবিড়কে টপকাতে পারবেন তিনি। তবে সবার থেকে এগিয়ে রয়েছেন টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক শচিন টেন্ডুলকার। তিনি দক্ষিণ আফ্রিকায় ১৫ ম্যাচে করেছেন ১১৬১ রান।
অধিনায়ক হিসেবে কোহলির হাতে সুযোগ রয়েছে স্টিভ ওয়াহকে ছোঁয়ার। টেস্টে ৪১টি ম্যাচে জিতেছেন স্টিভ ওয়াহ। কোহলি ৬৭টি ম্যাচে ৪০টিতে জয় পেয়েছেন। জোহানেসবার্গে প্রোটিয়াদের হারালেই ওয়াহকে ছুঁয়ে ফেলবেন ভারতের অধিনায়ক।