নতুন বছর ২০২২ সালের প্রথম দিন সকালেই সাদা পোশাকে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় শুরু হবে প্রথম টেস্ট। বিদায়ি বছর ২০২১ সালটি বাংলাদেশের পুরুষ ক্রিকেটের জন্য খুব বাজে গেছে। বাজে পারফরম্যান্স আর দল এবং বোর্ডে কোন্দল মিলিয়ে ছন্নছাড়া অবস্থা। পুরনো সব কিছু ভুলে মাউন্ট মঙ্গানুইয়ে নতুন করে নতুন বছর শুরু করার প্রত্যয়ের কথা শোনালেন টাইগার অধিনায়ক মমিনুল হক।
গত বছর ৭ টেস্টে বাংলাদেশের জয় ছিল স্রেফ ১টি। সেটাও আবার জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিপক্ষে। শ্রীলঙ্কার সঙ্গে একটি ম্যাচ ড্রয়ের পাশাপাশি ৫টিতেই হেরেছিল।
আজ শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মমিনুল বলেন, ‘নতুন বছরে আমি খুব রোমাঞ্চিত। আগে কী হয়েছিল, এসব নিয়ে চিন্তা না করে সামনের বছর কিভাবে নতুন করে, সুন্দরভাবে শুরু করা যায়, সেটা নিয়েই ভাবছি। আমি সত্যিই খুব রোমাঞ্চিত। নতুন বছরটা যদি সুন্দর হয়, শুরুটা ভালো হলে তা ধরে রাখা সহজ হয় আর কি।’
এই সুন্দর শুরু করতে দলীয় পারফরম্যান্সের ওপর জোর দিলেন মমিনুল, ‘আমাদের যে ধরন, এখানে দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমি সব সময় কথাটা বলি, আমার কাছে মনে হয়, আমরা এখন যেভাবে অনুশীলন করছি ও যেভাবে দেখছি সবাই সবাইকে, আমরা দল হিসেবে যদি খেলতে পারি। ওটার জন্যই রোমাঞ্চ কাজ করছে। আমরা যত টেস্ট ম্যাচ জিতেছি, জিততে পেরেছি দল হিসেবে খেলতে পারায়। এখন কেউ যদি ১০০ করে বা বোলারদের কেউ ৫ উইকেট পায়, কিন্তু আর কেউ ৩-৪ উইকেট না পেলে হবে না। দল হিসেবে খেলতে না পারলে দলীয় ফল আসে না। তখন ব্যক্তিগত অর্জন হবে, দলীয় পারফরম্যান্স হবে না।’
মমিনুল যেখানে বসে এই স্বপ্নের কথা শোনালেন, সেটা নিউজিল্যান্ড। যেখানে স্বাগতিকদের বিপক্ষে এখন পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচের একটাও জেতেনি বাংলাদেশ। ৯ টেস্টের পাঁচটিতেই জুটেছে ইনিংস পরাজয়। এবার মমিনুল সেই ইতিহাস বদলানোর স্বপ্ন দেখছেন, ‘যে ক’দিন অনুশীলন করেছিলাম আমরা, সেটা খুব ভালো ছিল। আগের রেকর্ড তো অতীত। এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে বা চিন্তা করে লাভও হবে না। আমার কাছে মনে হয়, সামনের ব্যাপার নিয়ে চিন্তা করাই ভালো। অবশ্যই নিউজিল্যান্ডে আমাদের চ্যালেঞ্জ থাকবে অনেক। তবে যদি পেছনের কথা চিন্তা করেন বা খারাপ কিছু ভাবেন, তাহলে কোনোভাবেই ভালো ফল আসবে না।’