মাত্র কয়েক ঘণ্টা আগেও ফুটবল বিশ্বে জোর গুঞ্জন ছিল, কার্লো আনচেলোত্তি আসন্ন গ্রীষ্মেই ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন। তবে আজ সকালে একটি নাটকীয় মোড় নেয় এই আলোচনা। রিয়াল মাদ্রিদের বাধার কারণে ইতালিয়ান এই কোচের সঙ্গে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) আলোচনায় ছেদ পড়ে। ব্রাজিলের প্রভাবশালী ক্রীড়া সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তে জানিয়েছে, ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) আনচেলোত্তির সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ করে দিয়েছে। এর পেছনে মূল কারণ রিয়াল মাদ্রিদের কড়া অবস্থান।
রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলোত্তির চুক্তি রয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে চলতি মৌসুমে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর ক্লাব পরিচালনা পর্ষদ আগেভাগেই তাকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেয়। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়, কোপা দেল রে-তে বার্সেলোনার কাছে পরাজয়—সব মিলিয়ে এখন রিয়ালের একমাত্র ভরসা লা লিগা। কিন্তু সেখানে তারা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে, বাকি মাত্র পাঁচ ম্যাচ।
এই প্রেক্ষাপটে ক্লাব আনচেলোত্তিকে বাদ দেওয়ার পরিকল্পনা করে। তবে ইতালিয়ান কোচের শর্ত ছিল, আগাম চুক্তি বাতিলের জন্য নির্ধারিত ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু যখন রিয়াল জানতে পারে যে আনচেলোত্তি ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছে গেছেন, তখন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ স্পষ্ট জানিয়ে দেন, তারা কোনও ক্ষতিপূরণ দেবে না।
আনচেলোত্তিকে কেবল বিনা শর্তে ছাড়ার ক্ষেত্রেই রাজি তিনি। ফলে ব্রাজিল ফুটবল ফেডারেশন আনচেলোত্তির সঙ্গে তাদের আলোচনা বন্ধ করে দেয়। এখন ব্রাজিল জাতীয় দলের জন্য নতুন কোচ খোঁজার প্রক্রিয়া আবার শুরু করতে হচ্ছে। এই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পর্তুগিজ কোচ হোর্হে জেসুস, যিনি বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালের দায়িত্বে রয়েছেন, তবে শিগগিরই ক্লাবটি ছাড়ার সম্ভাবনা রয়েছে। তার নিয়োগের সম্ভাবনা এখন সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ব্রাজিল দলের আগামী দুই আন্তর্জাতিক ম্যাচের জন্য (৫ জুন ইকুয়েডরের বিপক্ষে ও ১০ জুন সাও পাওলোতে প্যারাগুয়ের বিপক্ষে) ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণার শেষ সময় ১৮ মে। তবে কোচ ঠিক না হলেও দল ঘোষণার দায়িত্ব বর্তেছে জাতীয় দলের কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো ও টেকনিক্যাল ম্যানেজার হুয়ানের ওপর।