মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে ৩০ ডিসেম্বর রোজ শনিবার রাজধানীর ( বিএমএ ) অডিটোরিয়ামে তা ‘ লীমুল কোরআন , হামদ – নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সুফি কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোহাম্মদী কাফেলা পরিষদের প্রধান খাদেম ও আলোকিত সমাজ সংগঠনের চেয়ারম্যান এ আর এম কামরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সারা দেশ থেকে আগত পীর উলামায়ে মাশায়েখ গন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যরা সারা দেশে মাজারের উপর চলমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তা ‘ লীমুল কোরআন , হামদ – নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য : মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদ ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী সনে প্রতিষ্ঠিত হয় । আত্মমানতার খিদমাতে খালক এর উদ্দেশ্য নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়।