ইসলাম

ছবরে জামিল মুমিনের হাতিয়ার। মাঃমো.আবু বকর সিদ্দিক নোমানী

শব্দের অর্থ ধৈর্য্যশীল, সহনশীল,সহিষ্ণু, সংযম অবল্বন করা ইত্যাদি। ( মুজামুল ওয়াফী পৃ: ৬২৮)

কুরআন ও হাদিসের পরিভাষায় সবর এর তিনটি শাখা রয়েছে। 

(ক) নফস বা আত্নাকে হারাম এবং নিষিদ্ধ কাজসমূহ থেকে বিরত রাখা। 

(খ) ইবাদাত ও আনুগত্যে  বাধ্য করা। 

(গ) যেকোনো বিপদ-আপদ ও অসহায়ত্বে ধৈর্য্যধারন করা অর্থাৎ  সকল প্রকার বিপদ-আপদ, জুলুম -নির্যাতন আপতিত হলে, আল্লাহর উপর ভরসা রাখা এবং সেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে তা মেনে নেওয়া এবং আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদানও আশা করা। ( ইবনে কাসীর)

জীবন ও জগতের বিধান বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে ভিন্নতা রয়েছে।  তবে জাতীয় দুর্যোগ অবিশ্বাসীদের উপর যেমন নেমে আসে তেমনি বিশ্বাসী তথা মুমিনদের উপরও আসতে পারে।  সুতরাং সকল প্রকার দূর্যোগে মুমিনদের ভেঙে পড়া উচিত নয়। 

এ ব্যাপারে আল্লাহ তা’য়ালা কুরআন মাজীদে ইরশাদ করেন,

وَلَا تَہِنُوۡا وَلَا تَحۡزَنُوۡا وَاَنۡتُمُ الۡاَعۡلَوۡنَ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ﴿۱۳۹﴾

তোমরা হীনবল ও দুঃখিত হয়ো না, বস্তুতঃ তোমরাই জয়ী থাকবে যদি তোমরা মু’মিন হও। (আলে ইমরান ৩/১৩৯)

.আল্লাহ তায়ালা উক্ত আয়াতে মুমিনদের কয়েকটি গুন বর্ননা করেছেন। 

তন্মধ্যে মুমিন হতে হলে ভেঙে পড়া যাবেনা, নিরাশ, হতাশা,বিষন্নও হওয়া যাবেনা। এবং সকল প্রকার মুসিবতে আল্লাহর উপর আস্থা রাখতে হবে।  মুমিনদের এই আস্থার প্রেক্ষিতে আল্লাহ বলেন,

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

আয়াত-৫ অর্থ : নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

আয়াত-৬ অর্থ : নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

আল্লাহ তা’য়ালা প্রতিটা মুমিনকে পরিক্ষা করেন। এবং প্রতিটা পরিক্ষায় আল্লাহ মুমিন বান্দার সবরের বিষয়টি দেখেন। 

আল্লাহ তা’য়ালা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিক্ষা করেছেন নবীগনদের।  এবং প্রতিটা নবীগন সকল প্রকার বিপদ-আপদ, বালা-মুসিবত,  জুলুম-নির্যাতনে ধৈর্য্য-ধারন করেছেন।  এবং এজন্য নবীদের মর্যাদাও বৃদ্ধি পেয়েছে। 

ঠিক তেমনি আল্লাহ তা’য়ালা এসব পরিক্ষার মাধ্যমে মুমিন বান্দাদের সবরের বিষয়টি দেখে থাকে; কে কতটুকু সবর করতে পারে। এবং সবরের মাধ্যমে আল্লাহকে খুশি করে জান্নাতের দিকে অগ্রগামী হতে পারে। 

পরিক্ষা ও সবরের বিষয়টিতে আল্লাহ তায়ালা বলেন,

وَلَـنَبۡلُوَنَّكُمۡ بِشَىۡءٍ مِّنَ الۡخَـوۡفِ وَالۡجُـوۡعِ وَنَقۡصٍ مِّنَ الۡاَمۡوَالِ وَالۡاَنۡفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيۡنَۙ‏

অর্থাৎ তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়-ক্ষতি (এসবের) কোনকিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব, ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান কর।(সূরা বাকারা-১৫৫)

তিনি আরো বলেন,

الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون

অর্থাৎ,  যারা, তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তাঁর দিকে প্রত্যাবর্তনকারী ( সূরা বাকারা-১৫৬)

জীবন হলো বরফের ন্যায়; ব্যয় করলেও  শেষ হয়ে যাবে, ব্যয় না করলেও শেষ হয়ে যাবে। অতএব, জীবনে দু:খ ও সুখ সবই আসবে,  তবে সর্বাবস্থায় ধৈর্য্য -ধারন করাই হলো মুমিনের হাতিয়ার।

লেখক:- মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক নোমানী 

ইমাম ও খতীবঃ চর বিশ্বনাথ পুর বাইতুন্ নুর জামে মসজিদ। 

প্রতিষ্টাতা পরিচালকঃ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন।

সিনিয়র শিক্ষকঃ আশরাফুল উলুম কওমী মাদরাসা।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker