ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন এনকাউন্টার শহরে এক মুসলিমের মালিকানাধীন একটি দোকানে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়েছে।
ফরাসি সংবাদপত্র “লা ডেবিচে” রিপোর্টে বলা হয়, আততায়ীরা বেশি কিছু দোকানে আগুন লাগিয়ে দিয়েছে এবং এর দেয়ালে নাৎসিবাদের প্রতীক স্বস্তিকা এঁকে দিয়েছে। জানা যায় ওই দোকানগুলো ছিল মুসলমানদের।
আগুনের ফলে দোকানের ভেতরের সবকিছু পুড়ে গেছে।
শহরের পুলিশ ঘটনার তদন্ত শুরু করার ঘোষণা দিলেও হামলাকারীদের কাউকে এখনও গ্রেফতার করা হয়নি।
“ফ্রান্স ডোন্ট বো” আন্দোলনের পার্লামেন্ট সদস্য ম্যাথিল্ড ব্যানোট এই হামলার কড়া সমালোচনা করেছেন।
এক “টুইটার” বার্তায় তিনি বলেন, কিছু মিডিয়া এবং রাজনৈতিক দল ফ্রান্সে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে।
ফরাসি লেখক এবং রাজনীতিবিদ টমাস পোর্টাস আক্রমণকারীদের শাস্তির প্রয়োজনীয়তার আহ্বান জানিয়ে তিনি। পাশাপাশি তিনি চরম ডানপন্থীদের ধারনা কিসের দিকে ইঙ্গিত করে এমন একটি প্রশ্নও উত্থাপন করেন।