সৌদি আরবে জাঁকজমকপূর্ণভাবে ঈদুল আজহা উদযাপন: হজ ও কোরবানির মেলবন্ধন
৬ জুন, ২০২৫ (১০ জিলহজ, ১৪৪৬ হিজরি) সৌদি আরব জুড়ে মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আজহা গভীর ভক্তি ও উৎসাহের সাথে উদযাপিত হয়েছে। পবিত্র হজ ও কোরবানির আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই উৎসব অনন্য রূপ লাভ করে।
সৌদি আরব জুড়ে মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আজহা (১০ জিলহজ, ১৪৪৬ হিজরি, ৬ জুন, ২০২৫) গভীর ভক্তি ও উৎসাহের সাথে উদযাপিত হয়েছে। বৃহত্তর মুসলিম সম্প্রদায় ঈদুল আজহার এই দিনটি ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মরণে পালন করে এবং এটি হজের শেষ দিনের সাথে মিলে যায়। একদিকে পবিত্র হজ এবং অন্যদিকে কোরবানি মিলে সৌদিতে ঈদুল আজহার উৎসব অনন্য রূপ লাভ করে।
পবিত্র হজ এবং ঈদুল আজহা উৎসব সৌদি আরবে অনন্যভাবে মিশে আছে। আরাফাতের ময়দানে প্রধান হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সকালে ঈদের নামাজ আদায় করা হয়। মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা এবং অন্যান্য শহরের প্রধান ঈদগাহ ময়দান এবং মসজিদে হাজার হাজার মুসল্লি সমবেত হন। ঈদের খুতবায় মুসলিম সম্প্রদায়ের কাছে শান্তি, করুণা, ত্যাগ এবং মানবকল্যাণের বার্তা পৌঁছে দেওয়া হয়। নামাজের পর, মিনা মরুভূমিতে কোরবানির মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সৌদি আরবে, ঈদ উদযাপনের জন্য বাড়িতেই ঐতিহ্যবাহী আরবি খাবার, যেমন কাবসা, মান্ডি, সাম্বুসা এবং বিভিন্ন ধরনের খেজুর ও মিষ্টি তৈরি করা হয়। সৌদি আরব সরকার এই আনন্দময় অনুষ্ঠানে নিরাপত্তা এবং জনসাধারণের সুবিধা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা বাস্তবায়ন করছে।
এদিন বিকেল হওয়ার সাথে সাথে স্থানীয় পার্ক ও হোটেলগুলোতে বিশেষ করে বিভিন্ন দেশের প্রবাসীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।