আজকে আগে একটা হাদীস দিয়ে শুরু করি ,, সম্পূর্ণ পড়বেন সেই জন্যই কিন্তু লেখা। শেষ না করে যাবেন না প্লিজ …
নবী(স) বলেছেন, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হলো: সুগন্ধিওয়ালা আর কামারের কয়লায় বাতাস দেওয়া লোকটার মতো। ঐ সুগন্ধিওয়ালার কাছে গেলে হয় তোমাকে পারফিউম গিফ্ট করবে অথবা তুমি তার কাছথেকে কিনবে অথবা তুমি তার কাছে থাকার কারণে তোমার শরীরে সুগন্ধি চলে আসবে। আর যদি তোমার বন্ধু ঐ কয়লায় বাতাস দেওয়া লোকটা হয়; তাহলে তার কাছে দেখা করতে গেলে মজা করে হয়তো তোমাকে একটু কালি লাগিয়ে দিতে পারে অথবা তোমার কাপড় পুড়তেও পারে অথবা ছাই-কালির বাতাসে তুমি নোংরা হয়ে যেতে পারো। (বুখারী: ৫৫৩৪ , মুসলিম:২৬২৮)
হাদীস থেকে একটা বিষয় গভীর ভাবে খেয়াল করেন, ঐ দুই ধরনের বন্ধুই কিন্তু আপনাকে মন থেকেই ভালোবাসে। এখন শুধু ভাবনার বিষয় হলো, কোন ভালোবাসায় কোন ধরনের প্রভাব পড়বে !
তাই, আলো অন্ধকার পার্থক্য করার জ্ঞান আছে যাদের, তাদেরই বিবেচনা; কাদের সাথে দূরত্ব বজায় রেখে চলতে হবে আর কাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে।
আর বন্ধুত্ব কখনও বয়সের ফ্রেমে বিবেচনা হয় না, আপনার চেয়ে বড় কারো সাথেও হতে পারে আবার ছোট কারো সাথেও হতে পারে। এটা মন আর আদর্শের ব্যপার।
রসুল (স), সাহাবায়ে কিরাম, তার পরবর্তী সময়েও তাদের বন্ধু, সাথিদের দিকে খেয়াল কলরেও বুঝতে পারবেন। (সংক্ষিপ্ত করলাম)
যাই হোক, জীবনের মোড় ঘুরে যাবার ক্ষেত্রে বন্ধুর ভূমিকা বিরাট।
তাই কথাগুলো গুরুত্ব দিয়ে সামনের পথে চলতে হবে ইনশা আল্লাহ।। আল্লাহ আমাদের জাগ্রত বিবেক দিয়ে পথ চলার তাওফিক দান করুন আমীন।