আকঙ্খা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটেনি। পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, আগামী দিনগুলোতে সুখ দুঃখ সবকিছুই দেশের জনগণের সঙ্গে ভাগাভাগি করে নিবেন। রমজানের পর জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী কার্যক্রম শুরু করবে বলে জানান নাহিদ।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে গণ ইফতারের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। সেখানেই এসব মন্তব্য করেছেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘’আমাদের সমাজে এখন আমরা নানা ধরণের অস্থিরতা দেখতে পাচ্ছি। পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। নিজেরা কেউ আইন হাতে তুলে নিবো না।
আমরা একসাথে রাজপথে ছিলাম, সামনে আমাদের আমাদের ভবিশ্যৎ একসাথেই হবে। আমরা একসাথে ভালো থাকবো, নাহলে একসাথেই খারাপ থাকবো। একসাথেই লড়াই করে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাবো। রমজান মাসের পরে দেশব্যাপী আমাদের কার্যক্রম শুরু হবে।’