কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বালিয়ারচর-ডাংরী সংযোগ বলিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে, ব্রিজের ওপর দিয়ে হালকা যানবাহনও চরম ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বালিয়ারচর-ডাংরি দু গ্রামের সংযোগ ঈমান আলীর বাড়ি সংলগ্ন উঁচা ব্রিজ পুরাতন জরাজীর্ণ, ভাঙ্গা স্লিপারের ওপর দিয়ে যানবাহন চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেক বছর আগেই ভেঙ্গে পড়েছে দুপার্শ্বের রেলিং।
পথচারী ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ। প্রতিদিন যানবাহন, শতশত পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচল করতে হয় ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
এলাকাবাসী আরো বলেন, জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ভুমিকা দেখা যাচ্ছে না। সেতুটি পুনঃনির্মাণের দাবি জানান তারা।
এ ব্যাপারে বর্তমান ইউপি সদস্য রেজাউল করিম রশিদ জানান, ব্রিজটি পুনঃনির্মাণের জন্য উপজেলা এলজিইডি অধিদপ্তর বরাবর প্রকল্প দাখিল করা হয়েছে।
হোসেনপুর উপজেলা (এলজিইডি) প্রকৌশলী গালীব মুর্শিদ জানান, প্রকল্প পরিচালকের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে অনুমোদন হলেই দ্রুত জরাজীর্ণ সেতুর কাজ শুরু করা হবে।