জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১২টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় কোটা আন্দোলনকারীরা শহরের মির্জা আজম চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শেখেরভিটা রেলক্রসিংয়ে রেললাইন অবরোধ করে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন আটকে রাখে। প্রায় আধাঘণ্টা ট্রেন আটকে রাখার পর আন্দোলনকারীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে গেলে প্রথমে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ধাওয়া করে। এ সময় অন্তত ১০ জন আহত হয়।
পরে আন্দোলনকারীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছাত্রলীগের ৩০/৪০ জন নেতাকর্মী কলেজের তৃতীয় তলায় একটি কক্ষে অবস্থান করে। কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
জামালপুর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, খবর পেয়ে পুলিশ সরকারি আশেক মাহমুদ কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর দেড়টায় আন্দোলনকারীরা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেছে।