ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ঘটনাস্থলে এখনো একটু একটু করে আগুন জ্বলছে। এতো দেরি হওয়ার বিষয়ে বলছি, আগুন এখনো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ডাম্পিং ডাউন পদ্ধতিতে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আগুন একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় বঙ্গবাজারে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, গতকাল সারাদিন সারারাত আমরা কাজ করেছি। এখনো প্রত্যেকটি পয়েন্টে আমাদের ফায়ার ফাইটাররা কাজ করছে। এখানে মালামালগুলো এমনভাবে গাদাগাদি করে রাখা হয়েছে যার কারণে এখানে প্রবেশ করতে সমস্যা হচ্ছে। সেখানে এখনো আগুন চাপা পরে আছে। কোথাও কোথাও আগুন জলে উঠলে আমরা তা নেভাচ্ছি।
ফায়ার সার্ভিসের সদস্যদের আহতদের বিষয়ে তিনি বলেন, আমাদের আটজন সদস্য আহত হয়েছিলেন। তাদের দুইজন এখনো শঙ্কা মুক্ত নয়। আমরা খুবই মর্মাহত হয়েছি আপনাদের কাজ করতে গিয়ে আঘাত প্রাপ্ত হয়েছি। আপনারা ধৈর্য্য ধরেন, যতটুকু আগুন রয়েছে সেটাও নির্বাপন করতে পারব।