আন্তর্জাতিক

ভোটে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

পশ্চিমবঙ্গের কলকাতার ভবানীপুর উপ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গণনা শেষে ১২৪৩৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, রোববার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকলা আট টাই ভোট গণনা শুরু হইয়। এদিকে চতুর্থ রাউন্ডে মমতা পেয়েছেন ১৬ হাজার ৩৯৭ ভোট।

বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা পেয়েছেন ৩ হাজার ৯৬২। মমতার এগিয়ে থাকা নিয়ে তৃণমূল নেতা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ভবানীপুরের মানুষ আমাদের ফেরাবেন না। বড় ব্যবধানে জিততে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০-৮০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন তিনি।

গেল বৃহস্পতিবার( ৩০ সেপ্টেম্বর) ভবানীপুর আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে এবারের উপনির্বাচনে আশানরূপ ভোট পড়েনি। পরিসংখ্যান বলছে, ভবানীপুরে ভোট দিয়েছেন ৫৩ দশমিক ৩২ শতাংশ ভোটার।

গত মে মসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে এ আসনে ৫৭ দশমিক ১ শতাংশ ভোট পড়েছিল। এর আগে ভবানীপুর আসনে ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৬ সালে এই আসনে মমতা জিতেছিলেন ২৫ হাজার ৩৪১ ভোটের ব্যবধানে। আর ২০১১ সালে ভবানীপুরে মমতা জয় পান ৫৪ হাজার ২১৩ ভোটের ব্যবধানে। ভবানীপুরে হেরে গেলে মমতাকে ছাড়তে হবে মুখ্যমন্ত্রীর পদ।

তবে সেই চিন্তা মাথায় রাখছে না তৃণমূল। ভবানীপুর উপনির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী দলটি।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker