ইরানের উত্তরাঞ্চলে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১৬ জন। স্থানীয় গণমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।
প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ জালাইয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, উত্তর গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩২ জন নিহত হয়েছে।
আহত হয়েছে আরো ১৬ জন, যাদের মধ্যে চারজনের অবস্থা ‘সংকটজনক’।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে প্রদেশের প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘি একটি তদন্ত শুরু করেছেন বলে মিজান অনলাইন জানিয়েছে। পুনর্বাসনকেন্দ্রটিতে ৪০ জনের ধারণক্ষমতা ছিল।
সাদেঘি বলেন, কেন্দ্রের ব্যবস্থাপকসহ বেশ কয়েকজন সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
ইসনা সম্প্রচারিত ফুটেজে অগ্নিকাণ্ড রাতের আকাশকে আলোকিত করে এবং বাতাসে প্রচুর ধোঁয়া দেখা যায়। অন্যান্য ফুটেজে দমকলসহ বিভিন্ন সংস্থার কর্মীদের কাজ করতে দেখা যায়। সেখানে অনেক অ্যাম্বুল্যান্সও ছিল।
এ ছাড়া আগুনে ভবনের ছাদ ধ্বংস হয়ে গেছে, জানালাগুলো ভেঙে গেছে এবং দেয়ালগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে।
আগস্টে তেহরানের গ্র্যান্ড বাজারে অগ্নিকাণ্ডে একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ২০১৭ সালের জানুয়ারিতে তেহরানের ১৫ তলা প্লাসকো শপিং সেন্টারে আগুন লেগে ১৬ জন দমকলকর্মীসহ কমপক্ষে ২২ জন নিহত হয়।