সরিষাবাড়ী

স্বাধীনতা বিরোধীদের স্বপ্ন এই বাংলায় কখনই বাস্তবায়ন হবে না : মহা-সমাবেশে এলিন

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:

বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি এবং জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী আনিছুর রহমান এলিন বলেন- ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স-পরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। জাতির পিতার বিশ্বস্ত সহচর বলেই জাতীয় চার নেতাকে হত্যা করে তারা। স্বাধীনতা বিরোধীরা আবারো দেশে আরেকটি কলঙ্ক অধ্যায় সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হতে দেওয়া যাবেনা।

Image

শুক্রবার (৩ নভেম্বর) বিকালে সরিষাবাড়ী আওয়ামী লীগ পরিবারের ব্যানারে আয়োজিত মুক্তিযুদ্ধা ও জনতার এক মহা-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Image

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে এ বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। জঙ্গি, জামায়াত, রাজাকার এদের জন্য এদেশ স্বাধীন হয়নি। শেখ হাসিনা যাকে নৌকার মনোনয়ন দিবেন তার পক্ষেই কাজ করে সরিষাবাড়ী থেকে নৌকা প্রতীক বিজয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ৭১’র ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহান শাহ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র সুত্রধর, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, আব্দুর আজিজ প্রমুখ।

এ উপলক্ষে দুপুর গড়াতেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। মুহুর্তেই সমাবেশস্থল কানায় কানায় ভরপুরে পরিনত হয়। এতে মুক্তিযোদ্ধা সহ নানা পেশাজীবি মানুষ ও নেতাকর্মীরা অংশ নেন।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker