‘চুম্বন করে ঠিকই করেছেন, থালায় লাড্ডু সাজিয়ে দিলে, লাড্ডু খাওয়া যাবে না?’ উদিতের হয়ে সরব অভিনেত্রী
একটি গানের অনুষ্ঠানে এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন করার ঘটনায় ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী উদিত নারায়ণ তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ভাইরাল হওয়া সেই ভিডিওটি নিয়ে দেশজুড়ে চলছে তীব্র আলোচনা। তবে গায়কের এই আচরণের পক্ষে দাঁড়িয়েছেন সংগীত শিল্পী কুণিকা সদানন্দ।
এক সাক্ষাৎকারে কুণিকা বলেন, “উদিত নারায়ণজি চুম্বন করেছেন, একদম ঠিক করেছেন। তবে গালে চুম্বন করা উচিত ছিল।” তিনি আরও জানান, এই ঘটনা একটি পুরনো ভিডিও এবং মনে হয় এটি দু’বছর আগের।
কুণিকা বলেন, “এটা কোনভাবেই ভুল নয়। মেয়েটি নিজেই সামনে এসেছিল। যদি থালায় লাড্ডু সাজিয়ে দেওয়া হয়, তাহলে লাড্ডু কি খাওয়া যাবে না?”
এছাড়া কুণিকা মনে করেন, উদিত নারায়ণের ওপর আক্রমণ করা হচ্ছে শুধুমাত্র তার খ্যাতির কারণে। তিনি বলেন, “মঞ্চে অনুষ্ঠান করার সময় একটা অন্যরকম উত্তেজনা কাজ করে। দর্শক যখন এত ভালবাসা দেয়, তখন সেটা এক ধরনের মাদকতা তৈরি করে। এই ধরনের মুহূর্তে এই ধরনের ঘটনা ঘটেই থাকে।”
এই মন্তব্যের পর কুণিকা জানিয়েছেন, অন্য মহিলারা হয়তো তাঁকে কটাক্ষ করতে পারেন। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, “ওই মেয়েটি এসে চুম্বন করে চলে গেল, তার তো আসাই উচিত হয়নি। সবচেয়ে বড় কথা, মেয়েটি কোনো আপত্তিও জানায়নি।”
এই বিতর্কের পর, উদিত নারায়ণের পাশে দাঁড়িয়ে কুণিকা তার মন্তব্যে আরও স্পষ্ট করেন যে, “এটা কোনভাবেই ভুল নয়, এই মুহূর্তে সবাইকে পরিস্থিতি বুঝতে হবে।”