একক গান নয়, নাটক হোক বা জিঙ্গেল; সবখানেই যেন তার কণ্ঠ। বাদ নেই প্লে-ব্যাকেও। ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ, সব মিলিয়ে ক্যারিয়ারের সুসময় পার করছেন আতিয়া আনিসা। আজ সন্ধ্যায় উন্মুক্ত হতে যাচ্ছে তার নতুন গান ‘জনম জনম ধরে’।
প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানটিতে আনিসার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। গানটি ব্যবহৃত হয়েছে আসন্ন ঈদের সিনেমা ‘জংলি’-তে। গান ভিডিওতে গানের সঙ্গে পর্দায় লিপ সিং করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘি।
গানটি প্রসঙ্গে কালের কণ্ঠকে আতিয়া আনিসা বলেন, ‘এটা একদম রোমান্টিক একটি গান। তাছাড়া এ বছরে এটাই আমার প্রথম প্লে-ব্যাক। তাহসান ভাইয়া, ইমরান ভাইয়ার সঙ্গে আগে কাজ করা হলেও এবারই প্রথম প্রিন্স মাহমুদ ভাইয়ার কথা ও সুরে গান করেছি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল উনার কথা-সুরে গান করার। অবশেষে আমার স্বপ্নপূরণ হলো।’
এটি ছাড়াও ভালোবাসা দিবস ঘিরে আরো বেশ কিছু গান প্রকাশ্যে আসবে বলে জানান তিনি। এরমধ্যে রয়েছে নাটকের গান- আমি আছি (মন দিওয়ানা নাটক), তোমার আমার দিন (বসন্ত বৌরি নাটক)। এছাড়াও ওটিটি প্লাটফর্মের জন্য কিছু গান করেছেন। এদিকে গানের পাখি সাবিনা ইয়াসমীনের সঙ্গে গান নিয়ে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গায়িকা।
এ প্রসঙ্গে আনিসা বলেন, ‘সাবিনা ইয়াসমীনের সঙ্গে সম্প্রতি একটা গান করেছি, যেখানে আমি ছাড়াও আরো অনেকেই আছেন। কিন্তু এটা প্রসঙ্গে আপাতত বলা নিষেধ রয়েছে। খুব শিগগিরই হয়তো শ্রোতা-দর্শকরা চমকটি সম্পর্কে জানতে পারবেন।’
গানের বাইরে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই গায়িকা। এরমধ্যে প্রথমবারের মতো ফটোশুটেও অংশ নিয়েছেন আনিসা। মাঝে তার ওজন অনেক বেড়ে গিয়েছিল। ডায়েট এবং জিমের মাধ্যমে এখন সেই মেদ ঝড়াচ্ছেন বলে জানালেন তিনি। সেইসঙ্গে এও জানান, এরমধ্যে ১৪ কেজি ওজন কমিয়েছেন তিনি।
আনিসা বলেন, ‘কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হচ্ছে, ব্যাটে-বলে মিললে তখন সবাইকে সুখবরটি জানাব। এখনও চূড়ান্ত হয়নি। গানে তো আছি, অভিনয়েও থাকতে চাই। দুই মাধ্যমেই নিজেকে ব্যস্ত রাখার ইচ্ছে আমার। সুযোগ পেলে অবশ্যই অভিনয় করতে চাই।’
ওজন কমানো প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঝে আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল। ৭০ কেজি ছিল। এরপর নিজেকে ফিট রাখার জন্য যা যা করা প্রয়োজন তা করছি। এরমধ্যে ১৪ কেজি ওজন কমিয়েছি, এখন ওজন ৫৬ কেজি। এটা নিজেকে ফিট রাখার জন্য, আবার কাজের জন্যও। এতদিন তো আমি নিজে প্রস্তুত ছিলাম না। এখন সেভাবেই চেষ্টা করছি, নিজেকে প্রস্তুত রাখছি যেন কোনো কাজের সুযোগ আসলে সঙ্গে সঙ্গে সেটা করতে পারি।’
এক দিন বাদেই ভালোবাসা দিবস। বিশেষ এই দিবসের পরিকল্পনা কি এবং আপনার ভ্যালেন্টাইন কে, এমন প্রশ্নে ‘চলো নিরালায়’ খ্যাত এ শিল্পীর ভাষ্য, ‘বিশেষ কোনো পরিকল্পনা নেই। এদিন আবার শবে-বরাত। নামাজ পড়ব। হালুয়া বানাব, যেটা আমি প্রতি বছরই করি। আর ব্যক্তিগত কেউ নেই, শ্রোতারাই আমার ভ্যালেন্টাইন। তাদেরকে গান শোনাব। এদিন ফেসবুকে লাইভে আসার ইচ্ছে রয়েছে।’