বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে বাড়িটিতে প্রবেশ করে বিক্ষুব্ধরা।
এ সময় বাড়িটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। একপর্যায়ে বাড়িটির ভেতর আগুন ধরিয়ে দেয়া হয়। তাছাড়া বাড়িটির সামনে গান বাজিয়ে উল্লাশ করতেও দেখা যায়।
বাড়িটি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি। তিনি সবশেষ নির্বাচনে আওয়ামী লীগের মননোয়নপ্রত্যাশী ছিলেন কিন্তু মনোনয়ন পান নি।
জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ি ভাঙচুর করে এবং আগুন দেয়। পরে আমরা আগুন নেভানোর চেষ্টা করি।
নরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওবায়দুল হক বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা মোহাম্মদ আলীর বাসভবনে আগুন লাগিয়েছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।