এখন নিজের নাটক দেখে নিজরই রাগ লাগে বলে মন্তব্য করেছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডা. এজাজুল বলেন, এখন যেরকম নাটক করতে যাই যেমন ধরেন আজকে শুটিং আছে গেলাম মনে হয় গেলে সবার সাথে দেখা হবে গল্প করবো, শুটিং করবো।
কিন্তু হুয়ায়ন আহমেদ স্যারের যে কয়টি কাজ করছি প্রতিটি কাজ জীবনের এক একটি মাইলস্টোন। এক একটি কাজ আমাদের জীবনে একেকটি উৎসবের মতো ছিল। এবং সেগুলো জীবনের অনেক বড় প্রাপ্তি ছিলো।
তিনি আরো বলেন, অনেক অনেক কাজ করি, হাতে গুনা দুই একটা কাজও দেখিনা।নিজের নাটক দেখে নিজের শরীরেই রাগ ধরে, কী এগুলো? কী কাজ করেছি। আমার নিজের ছেলে মেয়েরাই আমাকে বলে,বাবা বাদ দাও এখন নাটকে কাজ করা। অনেক তো হয়েছে এসব কাজ বাদ দাও । আমার নিজের ছেলে মেয়েরাও দেখেনা নাটক আমিও দেখিনা।