বিনোদন
পুরস্কৃত করা হলো সাইফকে হাসপাতালে নেওয়া সেই অটোচালককে
অটোচালক ভজন রানা সিং (বাঁয়ে) ও সাইফ আলী খান (ডানে)
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে নিজ বাসায় অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে আহত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান। ঘটনার সময় বাড়িতে কোনো গাড়ি প্রস্তুত না থাকায় অটোরিকশায় চড়ে স্থানীয় লীলাবতী হাসপাতালে যান। বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটে।
তখন রক্তে ভেসে যাচ্ছে সাইফ আলী খানের সাদা কুর্তা। অটোতে উঠে নিজের পরিচয় দিয়ে কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন অভিনেতা। অটোচালক ভজন সিং রানা যত দ্রুত সম্ভব তাকে নিয়ে যান কাছের লীলাবতী হাসপাতালে। এমনকি তিনি কোনো ভাড়াও চাননি। এজন্যই পুরস্কার পেলেন অটোচালক।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ফাইজান আনসারি নামের এক সমাজকর্মী ভজনকে ১১ হাজার রুপি পুরস্কার দিয়েছে। অটোচালক ভজন সিং রানাকে ১১ হাজার রুপি পুরস্কার দিয়েছে ফাইজান আনসারি নামের এক সমাজকর্মী।। পরিস্থিতির গভীরতা বুঝে মাত্র মিনিট দুয়েকের মধ্যে সাইফকে হাসপাতালে নিয়ে আসার জন্য।
পুরস্কার পাওয়ার পর ভজন বলেন, ‘ওই সময় আমার একমাত্র উদ্দেশ্য ছিল কত দ্রুত আমি ওঁনাকে নিয়ে হাসপাতালে যেতে পারব। সেটাই করেছি। সেই সময় তো বুঝতেও পারিনি অত বড় তারকা আমার অটোতে বসেছেন। তখন ভাড়া চাওয়ার কথাও মাথায় আসেনি। এমন পরিস্থিতিতে কাউকে সাহায্য করতে পারা পুরস্কারের সমান।’
এ সময় সাংবাদিকরা ভজনের কাছে জানতে চান সাইফের সঙ্গে ওই সময় কে কে ছিলেন? ভজন সিং জানান, সাইফের সঙ্গে দুইজন ছিলেন। ছোট্ট শিশু (তৈমুর) আর একজন গৃহকর্মী (হরি)।মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল ছাড়েন সাইফ।
নিজ গাড়িতে করে বান্দ্রার বাড়িতে ফেরেন অভিনেতা। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানান, আপাতত সুস্থ অভিনেতা। তবে তার অস্ত্রোপচার হওয়ায় পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন। তাই কিছুদিন বিশ্রামে থাকতে হবে সাইফকে।