গানের মানুষ তাহসান। তবে মাঝে কয়েক বছর টানা অভিনয় করেছেন। এখন অভিনয় কমিয়ে দিলেও গানের ব্যস্ততা কমেনি। তবে এর মধ্যে খবর হলো উপস্থাপনাও শুরু করেছেন তিনি।
দেশের সামনের সারির ওটিটি প্ল্যাটফরম বঙ্গর হাত ধরে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর শুটিং। নগদ পুরস্কার জয়ের জন্য দুই পরিবারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ও দারুণ সব আনন্দের মুহূর্ত নিয়ে আসছে জনপ্রিয় এই গ্লোবাল গেম শোয়ের বাংলাদেশি সংস্করণ।
ডিসেম্বরের ৮ তারিখ আনুষ্ঠানিকভাবে শুটিং শুরু হওয়া এই অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় আছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা, সবার প্রিয় তাহসান খান। জানা গেছে, প্রায় ২ হাজার আবেদনের মধ্যে থেকে অডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের সবচেয়ে প্রাণবন্ত ও উদ্যমী পরিবারগুলোকে নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত এই পরিবারগুলো এখন মুখোমুখি হবে বুদ্ধি ও দ্রুত চিন্তার লড়াইয়ে, যেখানে সার্ভেতে ১০০ জন মানুষের দেওয়া উত্তরগুলো অনুমান করতে হবে তাদের।
কিন্তু চমক এখানেই শেষ না। দর্শকদের আনন্দ ও উৎসাহ বহুগুণ বাড়িয়ে দিতে অনুষ্ঠানটিতে থাকছে কয়েকটি বিশেষ এপিসোড, যেখানে অংশ নেবেন ইনফ্লুয়েন্সার ও জনপ্রিয় সেলিব্রিটিরা। প্রতিটি এপিসোডে দুটি পরিবারের মধ্যে প্রতিযোগিতা হবে সেরা উত্তরগুলো বের করে পয়েন্ট জিতে নেওয়ার।
উল্লেখ্য, ফ্যামিলি ফিউড ইতোমধ্যেই বিশ্বের ৭৫টি দেশের অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে। উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গর সহপ্রতিষ্ঠাতা ফায়াজ তাহের বলেন, ‘ফ্যামিলি ফিউডকে বাংলাদেশে আনতে পেরে আমরা ভীষণ উচ্ছ্বসিত। বিশ্বজুড়ে লাখো মানুষকে বিনোদন দিয়েছে এই অনুষ্ঠান। আমাদের বিশ্বাস, আমাদের দেশের পরিবারগুলোর কাছ থেকেও এটি অনেক ভালোবাসা পাবে।