পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্টে ঢুকতে না পারেননি অভিনেত্রী শবনম ফারিয়া। তবে এটিকে তিনি জীবনের নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ‘নতুন অভিজ্ঞতার’ কথা শেয়ার করেন শবনম ফারিয়া।
জীবনে সব ধরনের অভিজ্ঞতা দরকার জানিয়ে তিনি লেখেন, ‘আজ একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম।
আর্মি (সেনাবাহিনী) আমাকে বলার পরও কনসার্টে ঢুকতে দেয়নি। ভেতরে লোকজন আছে, জানানোর পরও শবনম ফারিয়াকে কনসার্টে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ তার।’
কনসার্টে প্রবেশ করতে না পেরে তিনি লিখেছেন, ‘আর্মি স্টেডিয়ামে পৌঁছতে আমার ৪ ঘণ্টা লেগেছে। শুধু ট্রাফিক কল্পনা করুন।
এখন আমি জানি না নিরাপত্তার বিষয়ে কঠোর হওয়ার জন্য তাদের প্রশংসা করব নাকি কনসার্টে প্রবেশ করতে না পেরে দুঃখ বোধ করব। একটি সুন্দর পোশাক এবং এক ঘণ্টা মেকআপের কী অপচয়?।’
পোস্টের কমেন্ট বক্সে জোবায়ের রাব্বানী লিখেছেন, ‘আপনি সাথে টিকেট ছাড়া গেছেন কিনা এইটা বলেন? সবাই যদি বলে ভিতরে আছে রিসিভ করতে তাহলে কি হবে?’
মহিন আব্দুল মান্নান নামে এক নেটিজেনের ভাষ্য, ‘না ঢুকতে দেয়ার কারণ কি ছিলো সেটাও বলেন, আমাদের জন্যও বুঝতে সুবিধা হতো।’
এদিকে রাসেল তালুকদার লিখেছেন, ‘আপনি কি মেকাপ ছাড়া গিয়েছিলেন?’ এই কমেন্টের জবাবে অভিনেত্রী বলেন, ‘ভালো বলেছেন, না আমি মাস্ক পরা ছিলাম।’
প্রসঙ্গত, সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন আতিফ আসলাম। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তাঁর গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান।
সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।