বিনোদনরংপুর

বলিউড তাকে বয়কট করেছিল, এখন ১২০০ কোটি টাকার মালিক বিবেক

বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রিতে বড়পর্দায় কাজের বহর খুব চোখে পড়ার মতো নয়। তা সত্ত্বেও অভিনেতা রণবীর কাপুর থেকে আল্লু অর্জুন সম্পত্তির দিক থেকে তাদের সমতুল্য অভিনেতা বিবেক। কিন্তু কীভাবে?

ক্যারিয়ারের মধ্যগগনে পৌঁছেও থমকে যেতে হয়েছিল বলিউড অভিনেতা বিবেক ওবেরয়কে। ‘সাথিয়া’, ‘কোম্পানি’ ‘প্রিন্স’, ‘মাস্তি’— একের পর এক সফল ছবির পরও অনেক দিন বলিউড থেকে দূরে থাকতে হয়েছিল তাকে। বি-টাউনে তার সঙ্গে সালমান খানের কলহের কথা প্রায় সবারই জানা।

ভাইজানের থেকে হুমকিও পেয়েছিলেন বলে অভিযোগ করেন একসময়। বিবেকের মধ্যে সম্ভাবনা দেখেছিলেন পরিচালক-প্রযোজকরা। কিন্তু ঐশ্বরিয়া-সালমানের প্রেমের মাঝে পড়েই নাকি ক্যারিয়ারে এমন ক্ষতি হয়েছে বিবেকের, মত সিনেমহলের। যদিও পরে প্রত্যাবর্তন হয়েছে বিবেকের। 

সিনেমা থেকে ওয়েব সিরিজ— কাজ করছেন বিভিন্ন মাধ্যমে। তবে সে কাজের বহর খুব চোখে পড়ার মতো নয়; কিন্তু তা সত্ত্বেও রণবীর থেকে আল্লু অর্জুন— সম্পত্তির দিক থেকে তাদের সমতুল্য বিবেক। তিনি এখন প্রায় ১২০০ কোটি টাকার সম্পত্তির অধিকারী।

একসময় সালমানের সঙ্গে বিচ্ছেদের পর বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরি রাই বচ্চন। এ নিয়েই সালমানের সঙ্গে সমস্যার সূত্রপাত। এক সংবাদ সম্মেলনে বিবেক জানিয়েছিলেন, সালমান ফোন করে তাকে হুমকি দিয়েছেন।

পরে সালমানের কাছে এ নিয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্ষমাও চেয়েছিলেন বিবেক। সেই সময় কীভাবে একের পর এক কাজ হারিয়েছিলেন, তা নিয়ে কথাও বলেছিলেন বিবেক।

সর্বশেষ ছবি ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’-র পরে টানা ১৪ মাস বাড়িতে বসেছিলেন এ অভিনেতা। হাতে তার কোনো কাজ ছিল না। এ সময়কে জীবনের সবচেয়ে অন্ধকার দিক হিসাবেও তিনি মনে করেন। যদিও ফের কাজে ফিরেছেন তিনি। ‘ইনসাইনড এজ’ সিরিজে দেখা গেছে তাকে। 

দক্ষিণী  ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি। মোহনলালের সঙ্গে ‘লুসিফার’ ছবিতে দেখা গেছে বিবেককে। তবে সিনেমার বাইরে বিবেকের আয় রয়েছে। কারণ গত কয়েক বছরে নিজের ব্যবসা শুরু করেছেন তিনি। অভিনেতার জমি-বাড়িসংক্রান্ত ব্যবসা রয়েছে। 

এ ছাড়া ইভেন্ট ম্যানেজেমন্ট সংস্থা রয়েছে। মারজান দ্বীপে ২৩০০ একরের ওপর সম্পত্তি রয়েছে। পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ের সহপ্রতিষ্ঠাতা তিনি। এ ছাড়া বিনিয়োগের ব্যবসা রয়েছে তার। সব মিলিয়ে তিনি এখন প্রায় ১২০০ কোটি টাকার মালিক।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker