বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণি অভিনেত্রী কীর্তি সুরেশ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাটিলের গলায় মালা পরাতে চলেছেন তিনি। ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়বেন দুজন।
সম্প্রতি অভিনেত্রী তার দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী অ্যান্টনি থাটিলের সাথে তার প্রথম ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।
বুধবার ইনস্টাগ্রামে কীর্তি তার প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে একটি সংক্ষিপ্ত নোটও লিখেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন যে ১৫ বছর ধরে চলছে তাদের সম্পর্ক।
দুবাইয়ের ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়াকালীন থেকেই বন্ধুত্ব এ অভিনেত্রীর। সেই বন্ধুত্ব পরবর্তী সময়ে প্রেম হয়ে যায়।
যা এখন বিয়েতে রূপ নিচ্ছে। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে চার হাত এক হবে তাদের। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন কীর্তি। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হবে বিবাহ উৎসব। চলবে তিন দিন।
২০০০ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু হলেও নায়িকা হিসেবে কীর্তি সুরেশের অভিষেক হয় ২০১৩ সালে। এরপর অভিনয় করেছেন শীর্ষ সব তারকার সঙ্গে।