ডা. সাবরিনা পেশায় একজন চিকিৎসক হলেও বিনোদন জগতের প্রতি তার বিশেষ আকর্ষণ রয়েছে। করোনা মহামারির সময় তিনি নানা কারণে আলোচনায় এসেছিলেন, এবং সে সময়কার ঘটনাগুলোর পর তার নাম বেশ কয়েকটি বিতর্কে উঠেছিল। কারাগারেও থাকতে হয়েছিল তাকে। জামিনে মুক্তির পর, তার চলাফেরা এবং সাজগোজ নিয়েও সংবাদমাধ্যমে অনেক আলোচনা হয়েছিল। তবে এবার তার অভিনয়ে আসার খবর এসেছে।
এবার আলোচনায় উঠে এসেছে ডা. সাবরিনা, যিনি অভিনয়ে পা রেখেছেন। সম্প্রতি তিনি জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর সঙ্গে ‘অভিমানে তুমি’ নামে একটি নাটকে অভিনয় করেছেন।
এ বিষয়ে ডা. সাবরিনা গণমাধ্যমকে বলেন, “আমি যে কোনো কাজ অত্যন্ত সিরিয়াসলি করি, এবং অভিনয়ের ক্ষেত্রেও তেমনটা ঘটেছে। পরিচালক আমাকে যেভাবে চরিত্রটি বুঝিয়ে দিয়েছেন, আমি সেই অনুযায়ী অভিনয় করার চেষ্টা করেছি। নাটকটি প্রচারের পর দর্শকই ঠিক বলতে পারবেন, কেমন করেছি।”
তিনি আরও বলেন, “আমার সহশিল্পী, শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই খুব সহায়তা করেছেন। অভিনয় একটি চ্যালেঞ্জিং কাজ, তবে অভিনয়ের প্রতি আমার আগের থেকে একধরনের ভালোলাগা ছিল। তাই কিছুটা দেরি হলেও, আমি আবারো এই চ্যালেঞ্জিং বিষয়টি নতুন করে বুঝতে চেষ্টা করছি।”
নির্মাতা জানিয়ে দিয়েছেন, শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। এই নতুন অভিযানে সাবরিনার অভিনয়ের শুরুটা দর্শকদের মধ্যে নতুন আগ্রহের সৃষ্টি করবে, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।