একের পর এক আন্দোলনে টালটামাল রাজধানীবাসী। আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশজুড়ে চলছে অস্থিরতা। সড়ক অবরোধ, বিক্ষোভ ও সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন এলাকা। এ যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এবার আন্দোলনের আপডেট চেয়ে অ্যাপস নির্মাণের দাবি জানালেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
সোমবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুকে শাওন লিখেছেন, ‘‘আজকে কি কোথাও কর্মসূচি/আন্দোলন/বিক্ষোভ নাই! ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছিনা! ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেটের একটা অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি।’’
শাওনের এই দাবির সঙ্গে তার অনুসারীদের অনেকেই একমত পোষণ করেছেন।
কেউ লিখেছেন, ‘সকাল থেকেই ম্যাচ শুরু হয়ে গেছে।’ অন্য একজন লিখেছেন, ‘ঠিক বুদ্ধি। রাস্তায় প্রতিদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে কর্মজীবীরা।’ অন্য একজন রাজধানীতে ঘটমান বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন মন্তব্যে। জবাবে শাওন লিখেছেন, ‘যাক বাবা মনটা শান্ত হলো।
আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় কী যেন নাই!’
গতকাল সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে হামলা চালিয়েছিল ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে . মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ীর ডেমরা এলাকা। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই।