সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলে দেখা যায় কখনো দেশে কখনো বিদেশে ঘুরে বেড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। কখনো কাজে কখনো নিছক বেড়ানোর জন্যই তার এই ভ্রমণ।
স্পর্শিয়াকে কদিন আগেই ম্যানহাটনে ঘুরতে দেখা গিয়েছিল, এরপর মাঝে একটি বিয়ের অনুষ্ঠান। তার পরেই দেখা গেল বান্দরবানে, এক আকর্ষণীয়া রূপে।
এ বছরের ভালোবাসা দিবসে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার স্বামীর নাম সৈয়দ রিফাত নাওঈদ হোসেন।
সিলেটের সন্তান তিনি। পড়াশোনা করেছেন দেশের বাইরে। বর্তমানে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন।
গত মার্চ-এপ্রিলে স্বামীকে নিয়ে ওমরাহও পালন করেছেন। সে সময় মক্কা থেকে ছবি পোস্ট করে স্পর্শিয়া লেখেন, ‘২০১৯ সালে প্রথম ওমরাহ হজ করি আম্মুর সাথে।
ইচ্ছা ছিল বিয়ে করার পরে জামাইকে নিয়ে আসব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তা কবুল করেছেন। আমাদের বিবাহিত জীবনের একটি আশীর্বাদপূর্ণ শুরু।
আমার জীবনের সবচেয়ে মূল্যবান দুজন মানুষের সঙ্গে ওমরাহ করা সবচেয়ে উল্লেখযোগ্য এবং পবিত্র অভিজ্ঞতা। কথায় আছে, আল্লাহর ডাক ছাড়া কাবা শরিফে যাওয়া যায় না।
আমি তার দাওয়াত পেয়ে নিজেকে ধন্য মনে করি। আমি প্রার্থনা করি, আল্লাহ আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিন এবং আমাদের হৃদয় সবার জন্য ভালোবাসা ও সমবেদনা দিয়ে পূর্ণ করুন ‘ এখন অবশ্য কাজে ফিরেছেন তিনি। সামনে বেশ কয়েকটি সিনেমার খবর দেবেন এই নায়িকা।