অভিনেতা তৌসিফ মাহবুব এবার গায়ক হিসেবে ধরা দিলেন। মঞ্চে উঠে গিটার হাতে দর্শক মাতালেন। এ যেন পেশাদার গায়ক!
তৌসিফকে এমন রূপে এর আগে পর্দায় দেখা যায়নি। ‘দ্বিধা’ শিরোনামের নাটকে এমন রূপেই আসছেন তিনি।
অভিনয়ে তারকাখ্যাতি পাওয়া আগে গানের জগতেও যুক্ত ছিলেন তৌসিফ মাহবুব। সেই ২০০৬ সাল থেকে মিউজিক করছেন।
গানের সময়ের কথা মনে করে তৌসিফ বলেন, ‘কলেজজীবনে টিউশনি করতাম। টিউশনি করে টাকা জমিয়ে গিটার কিনেছিলাম।
লুকিয়ে লুকিয়ে গিটার ক্লাস করেছি। বিশ্ববিদ্যালয়জীবনে ব্যান্ডে যোগ দিই। আমার প্রিয় দুটি ব্যান্ড আর্টসেল ও ওয়ারফেজ।
এই দুটি ব্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ব্যান্ড মিউজিক শুরু করি। আর্টসেলের কয়েকজন সদস্যের সঙ্গে এখন কথা হয়, আমার তো বিশ্বাস হয় না।
তাঁরাও বিশ্বাস করতে চায় না, আমি তাঁদের এত বড় ফ্যান। আমার সংগীতের পথচলায় তাঁদের অনুপ্রেরণা কতখানি।
আমিও সারা বাংলাদেশে স্টেজ শো করেছি। কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন গেট টুগেদার—শো করেছি।’
২০০৯ সাল থেকে ‘দ্য ম্যানেজার’ নামের একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত তৌসিফ মাহবুব। ব্যান্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার যতটুকু মনে পড়ে, ব্যান্ডটা এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আমি সেই ব্যান্ডের বেজ গিটারিস্ট ছিলাম। ওই সময়ে গানেও কিছু একটা করার চেষ্টা করেছি। কনসার্টও করেছি প্রায় এক শ।’
জানা যাচ্ছে, আসন্ন নাটক দ্বিধার শুটিং শেষ হয়েছে ইতোমধ্যে। ১০ দিন শুটিংয়ের মধ্য দিয়ে ‘দ্বিধা’র কাজ শেষ করেছেন পরিচালক মহিদুল মহিম।
এই নাটকে তৌসিফের সঙ্গে জুটি হয়েছেন কেয়া পায়েল। সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউবে নাটকটি মুক্তি পাবে।