রুপালি গিটার জাদুকর খ্যাত কিংবদন্তি আয়ুব বাচ্চুর আজ জন্মদিন। ২০১৮ সালে তিনি চলে গেছেন না ফেরার দেশে। বেঁচে থাকলে ৬২ পূর্ণ করে পা রাখতেন ৬৩ বছরে এই কিংবদন্তি।
সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন।
তার উল্লেখযোগ্য গানগুলোর তালিকায় রয়েছে সুখ (১৯৯৩), তবুও (১৯৯৪), ঘুমন্ত শহরে (১৯৯৫), স্বপ্ন (১৯৯৬), আমাদের বিস্ময় (ডাবল এলবাম) (১৯৯৮), মন চাইলে মন পাবে (২০০১), অচেনা জীবন (২০০৩), মনে আছে নাকি নাই (২০০৫), স্পর্শ (২০০৭), যুদ্ধ (২০১২)।
একক শিল্পী হিসেবে তার অ্যালবামের মধ্যে রয়েছে রক্ত গোলাপ (১৯৮৬), ময়না (১৯৮৮), কষ্ট (১৯৯৫), সময় (১৯৯৮), একা (১৯৯৯), প্রেম তুমি কি! (২০০২), দুটি মন (২০০২), কাফেলা (২০০২), প্রেম প্রেমের মতো (২০০৩), পথের গান (২০০৪), ভাটির টানে মাটির গানে (২০০৬), জীবন (২০০৬), সাউন্ড অব সাইলেন্স (২০০৭), রিমঝিম বৃষ্টি (২০০৮), বলিনি কখনো (২০০৯), জীবনের গল্প (২০১৫)।
দেশে ব্যান্ড সংগীতের প্রচলন ও জনপ্রিয়তা তৈরি করেছিলেন হাতে গোনা যে কয়জন, তাদের মধ্যে অন্যতম হলেন আইয়ুব বাচ্চু। বিশেষ করে রক মিউজিকে তিনি যে পথের সূচনা করেছিলেন, সেই পথ ধরেই হেঁটে চলেছে যুগের পর যুগ। এক জীবনে যত গান তিনি ভক্ত-শ্রোতাদের উপহার দিয়ে গেছেন, গিটারের যে জাদুকরী সুর ছড়িয়ে গেছেন, তা নিঃসন্দেহে বিস্ময়কর।
সেই তুমি, কষ্ট পেতে ভালোবাসি, এখন অনেক রাত, মেয়ে, কেউ সুখী নয়, হাসতে দেখো গাইতে দেখো, এক আকাশের তারা আইয়ুব বাচ্চুর গাওয়া অসংখ্য কালজয়ী গানের মধ্যে অন্যতম।