
‘সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে আবেগতাড়িত করেছে। আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি খুবই গর্বিত-আনন্দিত এই সিনেমাটি দেখে।’
শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ দেখে এমনটাই মন্তব্য করলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
এবারের ঈদে সারা দেশে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’ দেখতে স্ত্রী সন্তানসহ সপরিবারে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
রবিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখার পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে বলেন, এই সিনেমা আমি আমার প্রিয়তমাকে নিয়ে দেখেছি।
পলক বলেন, ‘এই সিনেমাটা এমন একটি সিনেমা যেখানে আমঅরা যারা চল্লিশোর্ধ্বরা রয়েছি তাদের যেমন সিনেমা, আমাদের যেমন রিলেট করেছে, আমার ছেলে ১৭ বছরের সেধ আবেগ তাড়িত হয়েছে। এই সিনেমা সববয়সীদের জন্য।’
প্রতিমন্ত্রী বলেন, ‘শাকিব খান প্রমাণ করেছে তিনি একজন সুপারস্টার। ‘প্রিয়তমা’ সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে আবেগতাড়িত করেছে। আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি খুবই গর্বিত-আনন্দিত এই সিনেমাটি দেখে।’
‘প্রিয়তমা’ মাইলফলক সৃষ্টি করবে মন্তব্য করে পলক বলেন, ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য মানুষ হলমুখী হয়েছে। লাইন ধরে টিকিট কাটছে। লাইন ধরে মানুষ প্রবেশ করছে। ‘প্রিয়তমা’ সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যান্য মাইলফলক হয়ে থাকবে।