এবারের ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা চলচ্চিত্রটি সুপারহিট হওয়ায় প্রযোজকের কাছ থেকে দামি গাড়ি উপহার পেলেন এর নির্মাতা হিমেল আশরাফ। ফেসবুক হ্যান্ডেলে বিষয়টি নিজেই জানিয়েছেন নির্মাতা হিমেল। প্রিয়তমার সফলতার জন্য এই গাড়ি উপহার দেওয়ায় ধন্যবাদ আরশাদ আদনান ভাইকে।
প্রিয়তমা সিনেমাটি প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া।
এদিকে গত ৫ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ছয়টি স্টেটে চলছে প্রিয়তমা। সেখানে ছবিটি চালাচ্ছে ঈগল এন্টারটেইনমেন্ট। সিডনি থেকে এর কর্ণধার সাব্বির চৌধুরী জানান, নিউ সাউথ ওয়েলস সিডনি, ভিক্টোরিয়াল মেলবোর্ন, কুইনসল্যান্ড, ব্রিজবেন, সাউথ অস্ট্রেলিয়া, এডিলেড, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান পার্থ, তাসমেনিয়া হোবার্ট, অস্ট্রেলিয়ান টেরিটরি ক্যানবেরা, নর্দার্ন টেরিটরি ডারউন সবখানে ‘প্রিয়তমা’র বেশ ভালো সাড়া পাওয়া গেছে।
আবার ১৮ আগস্ট থেকে ইংল্যান্ড, আয়ারল্যান্ডের ১৩টি স্ক্রিনে চলছে ‘প্রিয়তমা’। এবার স্বাভাবিকভাবেই নির্মাতা এই উপহার পাওয়ার যোগ্য, এমনটাই মনে করছেন নেটিজেনরা।
শাকিব খান অভিনীত সিনেমাটির গানগুলোও মুখে মুখে ফিরেছে। এই ছবির ঈসধ্বর গানের মাধ্যমে প্রিন্স মাহমুদ, সোমেশ্বর অলি আলোচনায় আসেন। আলোচনায় আসেন কোনাল, বালাম ও আসিফ ইকবাল।
কেননা সিনেমার প্রিয়তমা গানটি ট্রেন্ড গান হয়ে দাঁড়ায়। শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
নির্মাতা হিমেল আশরাফ বলছেন, এই এক ছবি অনেক হিসাব বদলে দিয়েছে, একই সঙ্গে অনেকগুলো সমীকরণকে সমন্বিত করেছে।