
ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিয়তমা’। আর শাকিব খানের এই সিনেমায় প্রথমবারের মতো গান করলেন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। গানের নাম ‘ঈশ্বর’। লিখেছেন সোমশ্বর অলি।
হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমার এখন পর্যন্ত ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
বিশেষ করে এই সিনেমার ভালো লাগা সীমানা অতিক্রম করেছে। শুধু ভারতের বাংলাভাষী নয়, দেশটির হিন্দিভাষীরাও ‘ঈশ্বর’ উন্মাদনায় মেতেছেন। ইউটিউব প্ল্যাটফরমে অজস্র ভিডিও রেকমেন্ডেশনে আসছে, যেসবে ভারতীয় বাংলাভাষীদের পাশাপাশি হিন্দিভাষীরাও ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
বলছেন, ‘বাংলা ভাষায় এমন সুন্দর গান হয় আমরা জানতাম না। আমরা মুগ্ধ।’
ব্রোসিস নামের একটি চ্যানেল থেকে দুজন তরুণ-তরুণী বলছিলেন, এই গান শুনে আমরা রীতিমতো অবাক হয়েছি। এর সুর আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছিল।
তারা এই গানে মুগ্ধ। শাকিব খানের লুকে মুগ্ধ। সিনেমাটি দেখার জন্যও তারা আগ্রহী।
পশ্চিমবঙ্গের একাধিক ইউটিউবার দর্শকদের মতামত নিয়ে ভিডিও বানাচ্ছেন। যেখানে তারা বলছেন, প্রিন্স মাহমুদ যে কিছু একটা করতে যাচ্ছেন সেটা আমরা অনুমান করেছি। সেই অনুমানটা সঠিক হচ্ছে।
সোমেশ্বর অলি লিখেছেন, গেয়েছেন রিয়াদ নামের একজন তরুণ গায়ক। প্রিন্স মাহমুদ বলেছেন, ‘শাকিব খানের সিনেমার জন্য গান করেছি। এটা অন্য রকম একটি গান হয়েছে। ধীরগতির কিন্তু হৃদয়ের ভেতর পৌঁছে যাবে সুর―ঠিক এমনটাই। শাকিব খান গানটা শুনেছেন। শাকিব নিজেই অভিভূত। খুবই পছন্দ করেছেন ঢাকাই সিনেমার নায়ক।’
প্রিন্স মাহমুদ প্রথমবারের মতো চলচ্চিত্রে গান করেন ২০০৭ সালে। লিমনের গাওয়া ‘জেলখানার চিঠি’ নামের ওই গান ব্যবহৃত হয় মোস্তফা সরওয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমায়। বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল গানটি। এরপর ২০১৫ সালে অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ সিনেমায় দ্বিতীয়বারের মতো গান করেন।
‘প্রতারণা ও ঘৃণা’ নামের গানটি গেয়েছিলেন মাহফুজ আনাম জেমস। ২০২৩ সালে এসে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় করলেন ‘ঈশ্বর’।