বিনোদন

বিটিভির তারার মেলা উপস্থাপনায় এবার পরীমনি

আসছে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রে ৪ দিন ব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। অনুষ্ঠান মালায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ইতিহাসে প্রথমবারের মতো প্রচারিত হচ্ছে তারকাবহুল ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। টেলিভিশন, চলচ্চিত্র ও গানের জগতের একঝাঁক জনপ্রিয় তারকা শিল্পীর অংশগ্রহণে ঈদের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় চিত্রনায়িকা সামসুন্নাহার স্মৃতি পরীমণি।

ক্যারিয়ার জীবনে ম্যাগাজিন অনুষ্ঠানে এটিই তাঁর প্রথম উপস্থাপনা। অনুষ্ঠানে থাকছে জননন্দিত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘির একক ও দলীয় নাচের মনোমুগ্ধকর পরিবেশনা। কোরিওগ্রাফি করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানে তারকা কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া গাইবেন জনপ্রিয় গান ‘পেট ফুরেদ্দে তোয়ার লাই’। ফোক ও রক গানের সমন্বয়ে গান করবেন এ প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। তিনি গাইবেন ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানের মতো দর্শকনন্দিত গান।

Image

অনুষ্ঠানে থাকছে চট্টগ্রামের খ্যাতিমান ফ্যাশন কোরিওগ্রাফার লিটন দাসের পরিচালনায় জনপ্রিয় মডেলদের অংশগ্রহণে বিশেষ র‌্যাম্প শো। এছাড়াও চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতে কয়েকটি সাংস্কৃতিক দলের সম্মিলিত পরিবেশনা থাকছে ঈদের এই বিশেষ অনুষ্ঠানে। পাশাপাশি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের শতাধিক সংবাদ পাঠক-পাঠিকা, ঘোষক-ঘোষিকা ও উপস্থাপক-উপস্থাপিকার সম্মিলিত কণ্ঠে দেশাত্মবোধক গান বিশেষ মাত্রা যোগ করেছে অনুষ্ঠানটিতে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজু এর পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো: তারিকুজ্জামান এবং মো: জামাল উদ্দিন জয়।

অন্যদিকে ঈদের দিন রাত ১০:৩০টায় প্রচারিত হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর একক সংগীতানুষ্ঠান ‘গানে গানে আনন্দ’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রোমানা শারমীন। সন্ধ্যা ৬.৩০টায় প্রচারিত হবে খ্যাতিমান রাজনীতিবিদদের নিয়ে ঈদের বিশেষ আয়োজন ‘ঈদ আড্ডা’।

এছাড়া, এদিন ঈদ ফ্যাশন নিয়ে অনুষ্ঠান এবং বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ঘুঙুর’সহ বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচারিত হবে।

ঈদের দ্বিতীয় দিন ৯:২০মিনিটে প্রচারিত হবে জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া (নদী) এবং জনপ্রিয় অভিনেতা আরফানের দুর্দান্ত পারফরম্যান্সে ঈদের বিশেষ নাটক ‘তেলেসমাতি’। বিশেষ শিশুতোষ নাটক ‘বন্ধুভূত’ প্রচারিত হবে বিকেল ৪.৩০টায়। রাত ১০.৩০টায় ‘গানে গানে আনন্দ’ অনুষ্ঠানে গাইবেন দেশের প্রখ্যাত বাউলশিল্পী লালনকন্যা ফরিদা পারভীন।

এছাড়া, ঈদের দ্বিতীয় দিনে যাদু বিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘এক পলকে’, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সব গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ এবং বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ঘুঙুর’ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হবে।

ঈদের তৃতীয় দিন দুপুর ১২টায় প্রচারিত হবে আঞ্চলিক গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গহীনের গান’। হারানো দিনের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘এত সুর এত গান’ প্রচারিত হবে বিকেল ৩:৩০টায়। রাত ১০:৩০টায় প্রচারিত হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী’র একক সংগীতানুষ্ঠান। এছাড়া, এদিন শিশুদের অংশগ্রহণে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ, এলো খুশির ঈদ’সহ বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচারিত হবে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker