জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলের জন্মদিন ৫ সেপ্টেম্বর। এই গায়কের জন্মদিনে শ্রোতা দর্শকদের বিশেষ উপহার দিচ্ছেন তিনি। থাকছে ভিডিও চমকও। সেখানে থাকবেন নাটকের এখনকার পরিচিত মুখ কেয়া পায়েল।
সিএমভির ব্যানারে এদিন ইমরান প্রকাশ করবেন নতুন গানচিত্র ‘পরাণ বন্ধুরে’। গানটি কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। ইমরান-কবির বকুল জুটি এর আগে দিল দিল, তুই কি আমার হবি রে-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছে।
কেয়া পায়েলের সঙ্গে গানটিতে মডেল হিসেবেও দেখা যাবে ইমরানকে। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।
ইমরান বলেন, ‘আমার জন্মদিন উপলক্ষে গানটি করেছি। যারা আমার গান পছন্দ করেন, ভালোবেসে বরাবরই ধন্য করেন- তাদের জন্য এটি আমার বিশেষ উপহার। তিনি বলেন, গানটি একটু আলাদা ঢংয়ে তৈরি করেছি। যা অন্য গানগুলো থেকে আলাদা।
কেয়া পায়েল বলেন, এর আগে ইমরানের কয়েকটি গানে দর্শক আমাকে দেখেছেন। সেখান থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। সেই প্রত্যাশা নিয়ে নতুন কাজটি করলাম। আমার বিশ্বাস, ‘পরাণ বন্ধুরে’ গানটির পাশাপাশি ভিডিওটি দর্শক বরাবরের মতো গ্রহণ করবেন।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, ৫ সেপ্টম্বর নতুন গানচিত্রটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।