
শাহরুখকে দেখার জন্য, পছন্দের অভিনেতার সাক্ষাৎ পাওয়ার জন্য তাঁর দুই ভক্ত সবার চোখে ধুলো দিয়ে এক্কেবারে মান্নাতের ভেতরে গিয়ে হাজির। বৃহস্পতিবার এমন ঘটনা ঘটে।
ভারতের মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাইরের দেয়াল টপকে এই দুই ব্যক্তি মান্নাতের মধ্যে ঢুকে পড়েন। তখনই সিকিউরিটি গার্ডের চোখে পড়ে যান তাঁরা। জিজ্ঞাসাবাদের সময় এই দুই ব্যক্তি জানান, তাঁরা সুদূর গুজরাট থেকে এসেছেন শাহরুখকে দেখার জন্য। এই দুই ব্যক্তির বয়স ২০ থেকে ২২ বছর।
তাদের বিরুদ্ধে আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ট্রেসপাসিং মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে মাত্র ছয় সপ্তাহের মধ্যেই পাঠান বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকার ওপর ব্যবসা করে ফেলেছে। গত ২৫ জানুয়ারি মুক্তি পায় পাঠান। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান। তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায়। এ ছাড়া ছিলেন ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা।
মুক্তির প্রথম দিনের ব্যবসার নিরিখে কেজিএফ-২ এবং বাহুবলী-২-কেও পেছনে ফেলে দেয় পাঠান। এই ছবি ২৫০ কোটির ব্যবসা করে মাত্র পাঁচ দিনে। একটার পর একটা রেকর্ড ভেঙে ফেলেছিল এই ছবি। ব্যবসা করার নিরিখে সিদ্ধার্থ আনন্দের এই ছবি একটার পর একটা নতুন মাইলস্টোন তৈরি করেছে।