অক্ষয় কুমার ওই সাক্ষাতকারে আরও বলেছেন, যে সময় কানাডায় ফিরে যাওয়ার জন্য সবকিছু তৈরি সেইসময় পরপর দুটি ছবি হিট করে যায়। বন্ধুবান্ধবরা বলল, ফির যা। ফের বলিউডে কাজ শুরু কর।
কানাডার নাগরিকত্ব নিয়ে তাঁকে খোঁচা দেওয়া হয়েছে বিভিন্ন সময়। অনেক আবার তাঁকে কানাডা কুমার বলেও কটাক্ষ করা হয়েছে। এবার সেই বদনাম ঘোঁচাতে বড় উদ্যোগ নিলেন অভিনেতা অক্ষয় কুমার। এক সাক্ষাতকারে অক্ষয় জানিয়ে দিলেন, পাসপোর্ট বদলের জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন তিনি।