সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন জ্যোতিকা জ্যোতিকা। সেখানে হিরো আলমের প্রসঙ্গ উঠলে এই অভিনেত্রী বলেন, ‘হিরো আলমকে আমি কোনো শিল্পী মনে করি না। তাকে নিয়ে কোনো কথাও বলতে চাই না। ’
জ্যোতির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার বিকালে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘জ্যোতিকা জ্যোতি একটা ‘দুই টাকার মেয়ে’।
তাকে নিয়ে আমি মন্তব্য করে আমার সম্মান নষ্ট করতে চাই না। তাকে কেউ চেনে না। আমার সঙ্গে কাজ করার যোগ্যতা নেই তার। ফলে আমাকে নিয়ে তিনি কীভাবে মন্তব্য করতে পারেন বুঝি না।
সেন্সরের অনুমতি নিয়ে হিরো আলমের যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে তা নিয়েও মন্তব্য করেন জ্যোতি।
তিনি বলেন, ‘সেন্সর শুধু দেখে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড আছে কিনা। কাজটি রুচিশীল কিনা তা দেখে না। এ জন্য হয়তোবা সিনেমাটি অনুমোদন হতে পারে। ’
এ বিষয়ে হিরো আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘সেন্সর বোর্ডে যারা আছেন, তারা জ্যোতির থেকে বেশি বুদ্ধিমান। তার সেন্সর বোর্ড সম্পর্কে কোনো জ্ঞান নেই। ’