শরিফুল রাজ ও পরীমণিকে বলা হচ্ছে বছরের সবচেয়ে চাঞ্চল্যকর তারকা দম্পতি। বছরের শেষদিনেও রাজের সাথে দ্বন্দ্ব সামনে আনলেন আলোচিত এই অভিনেত্রী। মধ্যরাতে স্বামী রাজকে নিয়ে তার এক ফেসবুক পোস্ট এখন নেটিজনদের একমাত্র আলোচনার বিষয়। তিনি পোষ্ট দেয়ার এক মুহূর্তেই খবরটি দাবানল হয়ে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার দিবাগত রাত বারোটা পঞ্চাশে ফেসবুকে দেয়া এক পোষ্টে পরীমনি লিখেছেন,
‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি গত বেশ কয়েকমাস ধরে বেশ আলোচনায় আছেন। সেই আলোচনা হচ্ছে হচ্ছে মিম ও স্বামী রাজের সম্পর্ক নিয়ে। এমনকি শরিফুল রাজের মেসেজিংয়ের স্ক্রিনশটও সামাজিক শেয়ার করেন তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে ভাঙনের কবলে পরীমণি-রাজের সংসার।
পরীমণি কি এবারে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেয়া এই স্ট্যাটাসের মাধ্যমে স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিতই দিলেন কি-না সেটাই এখন আলোচনার বিষয়।
উল্লেখ এবছরে শুরুতে গত ২২ জানুয়ারি নায়িকা পরীমনি আনুষ্ঠানিকভাবে শরীফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। ১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি।
তবে জানা গিয়েছিল পরী-রাজের এই বিয়ে আনুষ্ঠানিকতা ছিল মাত্র। তারা গত বছর ১৭ অক্টোবর চুপিচুপি বিয়ে করেছেন।
বিষয়টি ঘোষণা দেন চলতি বছরের ১০ জানুয়ারি। একই সঙ্গে আরও জানান, বাবা-মা হতে চলছেন দুজনে।