সম্প্রতি হবিগঞ্জের মনোরম লোকেশনে শেষ হলো বিনোদন পাড়ায় বহুল পরিচিত মুখ সুজন রাজার তৃতীয় চলচ্চিত্র “ভাটি দেশের কইন্যা” সিনেমার শুটিং। অভিনয়ের তরে দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে চলেছেন দূর্বার।
বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম এর ব্যানারে নির্মিত বৃহওর সিলেটের সুনামধন্য গীতিকারদের লেখা লোকগান নিয়ে ভাটি দেশের কইন্যা চলচ্চিত্রটির শুটিং চলছে বি-বাড়িয়া জেলার নাসির নগর উপজেলার হরিপুর জমিদার বাড়ীসহ কিশোরগঞ্জ ও হবিগঞ্জের বানিয়াচং হাওর বিস্তীর্ণ ভাটি অঞ্চলে।
এতে অভিনয় করেন চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সুজন রাজা, নবাগত আরোশ ও নবাগতা সাগরিকা। এ ছাড়া আরো অভিনয় করেন সৈয়দ ইকবাল, সূনীল দাশ, নাসরিন আক্তার, জালাল উদ্দীন রুমি, পিন্টু আচার্য্য, অঞ্জনা, ঘোপাল সূত্রধর, ড: সুনীল বিশ্বাস, আব্দুল আহাদ রাজু, আশরাফ, এম এ রাজা, শামছুল, সূনীল ভবানী, মোয়াজ্জেম, মিলি, বাবুল আহমেদ রুবেল প্রমূখ। উক্ত চলচ্চিত্রটিতে সংগীত পরিচালনায় আকরাম আলী, নৃত্য পরিচালনায় গৌতম আচার্য্য। ভাটি দেশের কইন্যা চলচ্চিত্রটি চিএনাট্য সংলাপ ও পরিচালনায় সাংবাদিক সৈয়দ রাশিদুল হক রুজেন।
ভাটি দেশের কইন্যা সিনেমার অভিনেতা সুজন রাজা বলেন, আমার ৩য় চলচ্চিত্র “ভাটি দেশের কইন্যা”। অভিনয়ের মাধ্যমে সবার ভালবাসা পুজি করে এগিয়ে যেতে চাই বহুদূর।