শাকিব খানের নতুন সিনেমা আসছে। কাল ঘোষণা দিয়েছেন তিনি। ছবিটি রায়হান রাফি পরিচালনা করবেন। তবে শাকিবের সঙ্গে কে স্ক্রিন শেয়ার করবেন তা রাফি নিশ্চিত করেননি।
চমকের কথা বলেছেন এই উঠতি নির্মাতা। তবে কোনো একটি জায়গা থেকে গুঞ্জন ছড়ায় তানজিন তিশা শাকিবের সঙ্গে থাকছেন এই সিনেমায়।
বিষয়টি নিয়ে তিশা প্রতিক্রিয়া জানিয়েছেন। বলছেন, তাঁর সঙ্গে এই সিনেমার কেউ যোগাযোগ করেনি।
তানজিন তিশা নিজের ফেসবুকে বলেন, ‘আমি যদি সিনেমা করি সেটা তো সুখবর! আর আমি যদি কখনো সিনেমা করি তা সবাইকে জানিয়ে করব। আশা করি, কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না। সবাইকে ধন্যবাদ। ’
নাম ঠিক না হওয়া এই সিনেমাটি আসবে এসকে ফিল্মস ও বিগ স্ক্রিনের ব্যানারে। প্রযোজক হিসেবে থাকবেন টপি খান ও মনিরুজ্জামান।